স্বল্প আয়ের নগরবাসীর জন্য ১,২০৯টি ফ্ল্যাট নির্মাণ

দেশের স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য মোট এক হাজার ২০৯টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এ ফ্ল্যাট নির্মাণ করে। এছাড়া, নতুন আরো ৬ হাজার ৫৯২ ফ্ল্যাট নির্মাণের জন্য ১৭টি প্রকল্প চলমান আছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান।
সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী জানান, বন্দর নগরীর জনসাধারণের মাঝে প্লট বরাদ্দের জন্য ২ হাজার ৮৩২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
অন্যান্য আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক এ প্রকল্পের জন্য বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ চলছে বলেও জানান মোশাররফ হোসেন।

Source : http://abasonbarta.com

About the author: admin

Leave a Reply

Your email address will not be published.